ই-গর্ভনেন্স ও উদ্ভাবন কর্ম-পরিকল্পনা ২০২২-২৩ এর আওতায় শিক্ষাসফর আয়োজিত

ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২২-২৩ এর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির কর্মসম্পাদন সূচক ২.২.৫ দেশে/বিদেশে বাস্তবায়িত ন্যূনতম একটি উদ্ভাবনী উদ্যোগ পরিদর্শন ৩১-০৫-২০২৩ এর মধ্যে সম্পন্ন করার বিষয়ে বাধ্যবাধকতা রয়েছে। ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২২-২৩ বাস্তবায়নের ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণিত কর্মসম্পাদন সূচকের নির্দেশনা মোতাবেক অন্য দপ্তরের বাস্তবায়িত উদ্যোগ পরিদর্শনের মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের জন্য অত্র ব্যাংকের উদ্ভাবক, উদ্ভাবনী আইডিয়া বাস্তবায়নকারী, মেন্টর ও ইনোভেশন কার্যক্রমের সাথে সম্পৃক্ত সদস্যদের অংশগ্রহণে বিগত ১৮ ও ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে যথাক্রমে “সজিব ওয়াজেদ উপগ্রহ ভূ-কেন্দ্র, বেতবুনিয়া, রাঙামাটি” এবং “কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, রাঙামাটি” পরিদর্শন সম্পন্ন করা হয়।

চিত্র: সজিব ওয়াজেদ উপগ্রহ ভূ-কেন্দ্র, বেতবুনিয়া, রাঙামাটি -এ ব্যাংকের পরিদর্শক দল

বেতবুনিয়া সজিব ওয়াজেদ উপগ্রহ ভূ কেন্দ্র পরিদর্শন সংক্রান্ত সচিত্র প্রতিবেদন

চিত্র: কনফারেন্স রুমে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পরিচিতি ও স্যাটেলাইট কমিউনিকেশন সংক্রান্ত ব্রিফিং

কনফারেন্স রুমে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পরিচিতি ও স্যাটেলাইট কমিউনিকেশন সংক্রান্ত ব্রিফিং

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, বিউবো, কাপ্তাই, রাঙামাটি পরিদর্শন

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, বিউবো, কাপ্তাই, রাঙামাটি এর পরিদর্শন সমন্বয়কারী উপ-পরিচালক (নি. প্রকৌ), জনাব মোঃ আবুল বাশার এর সহায়তায় অত্র ব্যাংকের ৭ সদস্যের ইনোভেশন টিম কর্তৃক ১৯-১২-২০২২ তারিখ সকাল ১০ ঘটিকায় পরিদর্শন কার্যক্রম শুরু করা হয়। জনাব মোঃ কয়সুল বারী, উপ-ব্যবস্থাপক (নির্বাহী প্রকৌশলী), পরিচালন ও বৈদ্যুতিক সংরক্ষণ বিভাগ, বিউবো, কাপ্তাই এর দপ্তরে Hydro Power Plant and its Auxiliaries এর উপর প্রাথমিক ধারণা প্রদান করা হয়। পরবর্তীতে কর্ণফুলী হাইড্রো পাওয়ার স্টেশনের কার্যক্রম সমূহ (Power House, Dam, Spillway, Kaptai 7.4 MW PV Solar Power Plant) সরেজমিনে পরিদর্শন করা হয়।

উপ-ব্যবস্থাপক (নির্বাহী প্রকৌশলী) বিউবো, কাপ্তাই এর দপ্তরে ব্যাংকের ইনোভেশন টিমের সাথে পরিচিতিমূলক সভা

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এর সম্মুখে উক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ ব্যাংকের পরিদর্শক দল

ই-গভর্ন্যান্স এর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিগত ১৮ ও ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে দেশের দুটি গুরূত্বপূর্ণ উদ্ভাবনী উদ্যোগ যথাক্রমে “সজিব ওয়াজেদ উপগ্রহ ভূ-কেন্দ্র, বেতবুনিয়া, রাঙামাটি” এবং “কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, রাঙামাটি” পরিদর্শন করার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ব্যাংকের পরিদর্শক দলকে সমৃদ্ধ করেছে। যা অত্র ব্যাংকে ইনোভেশন কার্যক্রম বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *