ক্ষুদ্র উদ্ভাবনী প্রকল্প-১ ডিজিটাল আইডি কার্ড

মন্ত্রণালয়/অধিদপ্তরঃ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা।

উপজেলা/পৌরসভাঃ ঢাকা                                          জেলাঃঢাকা

ক্ষুদ্র উন্নয়ন শিরোনাম/কাইজেন থিম:ডিজিটাল আইডি কার্ড

ক্ষুদ্র উন্নয়ন দলের সদস্যবৃন্দঃ

দলের সদস্যনামপদবীমোবাইল ও ইমেইল
প্রোমোটরজনাব মোহাম্মদ হাসান মাহমুদসিস্টেম এনালিস্ট কম্পিউটার উপ-বিভাগ০১৭১৬-০১৪৭৮৭ ict@ansarvdpbank.gov.bd
দলনেতাজনাব মোহাম্মদ হাসান মাহমুদসিস্টেম এনালিস্ট কম্পিউটার উপ-বিভাগ০১৭১৬-০১৪৭৮৭ ict@ansarvdpbank.gov.bd
দল সমন্বয়কজনাব মোহাম্মদ হাসান মাহমুদসিস্টেম এনালিস্ট কম্পিউটার উপ-বিভাগ০১৭১৬-০১৪৭৮৭ ict@ansarvdpbank.gov.bd
অন্যান্য সদস্যবৃন্দ (নাম):১। জনাব মোঃ মাসুদ রানাসিনিয়র অফিসার কম্পিউটার উপ-বিভাগ০১৬৭৫-৩৮১০৪৭ info@ansarvdpbank.gov.bd
 ২। জনাব এ.এইচ.এম সাইফুল হককম্পিউটার উপ-বিভাগ০১৭২১-২০৭৬৬৬ info@ansarvdpbank.gov.bd
মেন্টর (নাম, পদবী, প্রতিষ্ঠান, মোবাইল, ইমেইল, ফোন. ফ্যাক্স):জনাব মোঃ মাহবুবুর রহমানমহাব্যবস্থাপক অপারেশন মহাবিভাগ০১৭১৬-৯০১১১০ gmoperation@ansarvdpbank.gov.bd

বর্তমান ও কাংখিত অবস্থাঃ

বর্তমান অবস্থা (তারিখ: ২০.১০.২০১৭)KPIকাংখিত অবস্থা (তারিখ: ২০.০১.২০১৮)KPI*
১। ব্যাংকের কর্মকর্তাদের নিজস্ব পরিচিতি নম্বর সমৃদ্ধ আইডি কার্ড বহন করত। ১। ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্দিষ্ট ডিজাইন ও ফরম্যাট অনুযায়ী ডিজিটাল আইডি কার্ড প্রণয়ন। 
২। আইডি কার্ড সমূহে প্রয়োজনীয় তথ্য ছিল না।   ২। রক্তের গ্রুপ, জরুরী যোগাযোগ নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সমৃদ্ধ ডিজিটাল আইডি কার্ড প্রস্তুত করা হয়। 
৩। আইডি কার্ড সমূহের কোন ‍সুনির্দিস্ট ফরম্যাট বা ডিজাইন ছিলনা।   
৪। আইডি কার্ড সমূহ নিজ উদ্যোগে তৈরী করায় এর মান উন্নত হত না ফলে দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব হতো না। ৩। ব্যাংকের নিজস্ব ব্যবস্থাপনা উন্নত মানের আইডি কার্ড প্রস্তুত করা হয়েছে। 
৫। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় দূর্ঘটনা বা বিশেষ প্রয়োজনে বহি: সহায়তা পাওয়া সম্ভব ছিল না। ৪। ব্যাংকের যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন এবং নির্দেশনা সম্বলিত হওয়ায় বহি: সহায়তা পাওয়ায় ভূমিকা রাখবে। 
৬। আইডি কার্ড সমূহ দিয়ে হাজিরা প্রদান করা সম্ভব হতো না। ৫। ম্যাগনেটিক চিপের সাহায্যে Attendance Device ব্যবহার করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে হাজিরা প্রদান করা সম্ভব। 
৭। সর্বোপরি ব্যাংকের ভাবমূর্তি এবং পরিচিতি প্রকাশ করা সম্ভব ছিল না। ৬। সর্বোপরি ব্যাংকের পরিচিতি প্রকাশ, ভাবমূর্তি এবং সুনাম বৃদ্ধি। 

*KPI: Key Performance Indicator, যে পরিবর্তন/উন্নয়ন সাধন করা হবে তার পরিমানগত বর্ণনা (প্রযোজ্য ক্ষেত্রে)

বাস্তবায়ন সময়সূচী (“গ্যান্ট” চার্ট): সময়সীমা: ০১.১০.২০১৭ হতে ৩১.১২.২০১৭

করনীয়দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিসপ্তাহ
১০
১. টিমে ক্ষুদ্র উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনাদলনেতা Y
২. করণীয় নির্ধারনদলনেতা Y Y Y         
৩. কর্মসূচী প্রণয়নদল সমন্বয়ক  Y Y        
৪. সংশ্লিষ্ট বিভাগ/শাখাসমূহে অবহিতকরণদলনেতা  Y Y Y       
৫. পরিকল্পনা বাস্তবায়ন সম্পন্নকরণটিম      Y YYYY
৬. নিয়মিত তদারকীটিম 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *